
মঙ্গল গ্রহে যাওয়ার জন্য গবেষকদের মধ্যে তোড়জোড় অনেক দিনের। এবার বোধ হয় তা আরও সম্ভবের দিকে গেল। গবেষকেরা মঙ্গলে পানি খুঁজে পাওয়ার দাবি করেছেন।
মঙ্গল গ্রহে প্রথমবারের মতো পানির অস্তিত্ব পাওয়ার কথা জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা। তাঁদের দাবি, লাল এই গ্রহটিতে আরও পানি এবং সম্ভবত প্রাণের অস্তিত্ব পাওয়া যাবে। জ্যোতির্বিজ্ঞানীদের বরাত দিয়ে আজ বুধবার বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা বলা হয়েছে।
মার্কিন জার্নালে প্রকাশিত ইতালির গবেষকদের এক প্রতিবেদনে মঙ্গলে পানির ভূগর্ভস্থ হ্রদ পাওয়ার কথা বলা হয়েছে। লাল গ্রহে ভূগর্ভস্থ পানির এই হ্রদ ২০ কিলোমিটার প্রশস্ত। বুধবার এক প্রেস কনফারেন্সে ইতালিয়ান স্পেস এজেন্সি মার্স এক্সপ্রেস মিশনের ব্যবস্থাপক এনরিকো ফ্লামিনি বলেন, ‘মঙ্গলে পানি আছে। এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই।’ তবে এ পানি পান করার মতো কি না, তা জানা যায়নি।
এর আগে পৃথিবীর মাটি যেমন বিভিন্ন স্তরে স্তরে থাকে, তেমনই মঙ্গলের বরফের মধ্যেও স্তর দেখার কথা জানিয়েছিলেন জ্যোতির্বিজ্ঞানীরা। তখন বলা হচ্ছিল, মঙ্গলের কিছু কিছু জায়গায় বরফের ওপরে শুধুই ধুলো বা পাতলা মাটির স্তর রয়েছে। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, বরফ মাটির একদম নিচেই পাওয়া যাবে।
সূত্রঃ প্রথম আলো